Saturday, December 6, 2025

যশোরে বিদেশ পাঠানোর নামে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়ায় দম্পতি আটক

দুই যুবককে কানাডায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মিজানুর রহমান ও তার স্ত্রী বৃষ্টি বেগম ওরফে বৃষ্টি রানীকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। বুধবার দুপুরে নাটোর শহরের মীরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার  গ্রেপ্তারকৃত দম্পতিকে আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটক মিজানুর রহমান যশোর শহরের চাঁচড়া চোরমারা দিঘিরপাড় এলাকার আবুল কালামের ছেলে। বর্তমানে তিনি ও তার স্ত্রী নাটোরের বড় হরিসপুর এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর কানাডায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ভুয়া ভিসা প্রদানের অভিযোগে শেখ হাসানুর রহমান নামের এক ব্যক্তি যশোর সদর আমলী আদালতে মামলা করেন। আদালতের আদেশে ১১ অক্টোবর মামলা নিয়মিত হিসেবে কোতোয়ালি থানায় রেকর্ড করা হয়।

এজাহারে বলা হয়, মিজানুর রহমান ও বৃষ্টি বেগম দুই যুবকবাঘারপাড়ার হাবুল্যা গ্রামের নাঈমুল হক নাবিল ও ঝিকরগাছার নিশ্চিন্তপুর গ্রামের রাসেল কবিরকে কানাডায় ওয়ার্কার ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোট ৩০ লাখ টাকা নেন। পরে তারা দুইজনকে ভুয়া ভিসা সরবরাহ করেন। ঢাকায় সংশ্লিষ্ট দফতরে যাচাই করতে গিয়ে ভুক্তভোগীরা জানতে পারেন, ওই ভিসাগুলো জাল। পরে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে প্রতারক দম্পতি তা অস্বীকার করেন।

এরপর নাঈমুল হক নাবিলের ভগ্নিপতি শেখ হাসানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই তাহমুদুল ইসলাম জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে নাটোর শহরের মীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে দম্পতিকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসআই তাহমুদুল ইসলাম আরও জানান, এই দম্পতির বিরুদ্ধে যশোর জেলার বিভিন্ন এলাকার অন্তত ৬০ জনকে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের পর তারা নাটোরে আত্মগোপন করেছিলেন।

এদিকে প্রতারক দম্পতির গ্রেপ্তারের খবরে অন্তত অর্ধশত ভুক্তভোগী বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেন। তারা প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ আদায়ের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাহিদুর রহমান সান্টু, সোহাগ হোসেন, মনিরুজ্জামান, সাহাজামাল, তরিকুল ইসলাম, আশিক, কামরুল ইসলাম, আবু তালেব, সাইদ হোসেন, মোস্তফা মোরশেদ, কামাল হোসেন, আলমগীর হোসেন, কামরুজ্জামান রিপন, জুম্মান আক্তার ও ইয়াসিন হোসেনসহ অনেকে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর