আজম খান, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি :বাঘারপাড়ায় আওয়ামীলীগের দুই পক্ষ পৃথকভাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে। সকালে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলীর নেতৃত্বে ও বিকেলে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথীর নেতৃত্বে দিবসটি পালন করে।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলীর নেতৃত্বে সকালে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর দলীয় কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা হরিপদ রায়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, আয়ুব হোসেন বাবলু, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, শচীন্দ্র নাথ বিশ্বাস, দ্বীন মোহাম্মদ দীলু পাটোয়ারি, বাবলু কুমার সাহা, গোলাম ছরোয়ার, আমিনুর সরদার, নিখিল কুমার আঢ্য, যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন, যুবলীগ নেতা রুবেল রানা, ছাত্রলীগ নেতা টিপু সুলতান প্রমুখ।
বিকেলে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথীর নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীন আওয়ামীলীগ নেতা আতিয়ার রহমান সরদার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের সদস্য আশরাফুল কবির বিপুল ফারাজী। সহকারি অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাস, শহিদুল্লাহ খন্দকার, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, কামরুল ইসলাম টুটুল, আবু তাহের আবুল সরদার, আবু সাঈদ সরদার, আওয়ামীলীগ নেতা আবু বক্কার শিকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মাষ্টার ইমদাদ হোসেন, আসাদুজ্জামান চিশতি, শেখ ইউনুচ আলী, আরিফুল ইসলাম তিব্বত, সাইফুজ্জামান চৌধুরী ভোলা, নজরুল ইসলাম , আলমগীর সিদ্দিকী প্রমুখ।







