২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এবারের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। তার মধ্যে যশোর বোর্ডে ৫০ দশমিক ২০ শতাংশ ।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার সর্বোচ্চ—৬৪ দশমিক ৬২ শতাংশ। এরপর রয়েছে রাজশাহী বোর্ডে ৫৯ দশমিক ৪০ শতাংশ, বরিশাল বোর্ডে ৬২ দশমিক ৫৭ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ৫৭ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৭ দশমিক ৪৯ শতাংশ, সিলেট বোর্ডে ৫১ দশমিক ৮৬ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৫৪ শতাংশ, এবং কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ৮৬ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর বকশি বাজারে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশের ঘোষণা দেন
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম
এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার।
প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির জানান, সকাল ১০টা থেকেই শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন।
অনলাইন ডেস্ক







