যশোর সদরের বসুন্দিয়ায়,রাইটস যশোরের আয়োজনে,আলোচনা সভা, ভিডিও শো ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বসুন্দিয়া বাজারস্থ,মাস্টার সবেদ আলীর বাড়ির আঙ্গিনায়, এ অনুষ্ঠারে আয়োজন করা হয়।
মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের শিশু পাচার,বাল্যবিবাহ,নিরাপদ অভিবাসনসহ অনলাইন প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন বিষয়ে শিক্ষা মূলক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাইটস যশোরের প্রজেক্ট ম্যানেজার দেব কুমার, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমন্বয়কারী দিবাকর মন্ডল, কাউন্সিলর তানিয়া খাতুন, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব বসুন্দিয়ার সাধারণ সম্পাদক আবু বকর, রাইটস যশোরের প্রতিনিধি ফারজানা আফরোজ, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মোঃ মুজিবর রহমান। শতাধিক কিশোরী ও মহিলাদের উপস্থিতিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রাতদিন সংবাদ,জয়-







