নড়াইল প্রতিনিধি: ঢাকা থেকে আটক নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তিকে নড়াইলের চারটি মামলায় শোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেছে আদালত। নড়াইলের নড়াগাতি ও কালিয়া থানায় দায়ের হওয়া চারটি মামলায় তাকে শোন অ্যারেস্টের আবেদন জানায় পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সকালে বিচারক আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, নড়াগাতি থানার দুটি এবং কালিয়া থানার আরও দুটি মামলার তদন্তে উঠে আসে কবিরুলের সংশ্লিষ্টতার বিষয়টি। পরে তদন্ত কর্মকর্তা আদালতে পৃথক চারটি মামলায় কবিরুল হককে শোন অ্যারেস্টের আবেদন জানান এবং একই সঙ্গে রিমান্ড নেওয়া প্রয়োজন বলে আদালতকে অবহিত করেন।
এক পর্যায়ে আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে নড়াইল জেলা কারাগারে আনা হয় তাকে। বুধবার তাকে নড়াইল আদালতে হাজির করা হয়। পরে নড়াইলের পৃথক দুটি থানার চারটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।







