বাগেরহাট প্রতিনিধি : “শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করব কাজ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়, জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বাগেরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
সপ্তাহব্যাপী (০৬ থেকে ১৪ অক্টোবর) কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে এসসি লাহা মিলনায়তনে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মমিনুর রহমান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সেখ আসাদুর রহমানের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আমাতুল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমেদ ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেকুল ইসলাম।
আলোচনা সভা শেষে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সপ্তাহব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মমিনুর রহমান।







