Wednesday, October 15, 2025

নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ ১১ হাজার টাকা ছিনতাই

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার গোবরা বাজারের ব্যবসায়ী বিপ্লব বিশ্বাসকে কুপিয়ে ৩ লাখ ১১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় বিপ্লব বিশ্বাস বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিপ্লব বিশ্বাস (৪৩) সদর উপজেলার সিঙ্গা শৈলপুর ইউনিয়নের খলিশাখালি গ্রামের গৌরচন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গোবরা বাজারে ধান, পাট, সরিষা ও সুপারি ব্যবসার আড়ত পরিচালনা করে আসছেন।

আহত বিপ্লব বিশ্বাস জানান, রবিবার রাত প্রায় ৯টার দিকে প্রতিদিনের মতো গোবরা বাজার থেকে খলিশাখালি বাড়ির উদ্দেশে রওনা হন। পথে গোয়ালবাড়ির নিলুর বাড়ির পেছনে পৌঁছালে ওত পেতে থাকা রতন বিশ্বাস, চয়ন বিশ্বাস, শোভন বিশ্বাস, অমিতোষ বিশ্বাস, ভীম বিশ্বাস ও ক্ষিতীশ বিশ্বাসসহ ১০–১২ জন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে তাঁর কাছে থাকা ৩ লাখ ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়। বিপ্লব বিশ্বাসের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিপ্লব বিশ্বাসের মাথা, পিঠ ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, বিস্তারিত জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর