যশোর সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়ায় (১৪ অক্টোবর) মঙ্গলবার সকালে,বাকিতে তেল বিক্রি না করায়,মফিজুর রহমানের ছেলে রাহাত হাসান (৩২) কে হকিস্টিক দিয়ে এলো পাথাড়ি মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়,শহরের শেখহাটি বাবলাতলায় রাহাতের নিজের দোকান থেকে বাকিতে তেল কিনতে চায় একই এলাকার সৌরভ হোসেনের ছেলে শিহাব (৩২) ও মুকুলের ছেলে শাকিল (৩৪)। রাহাত বাকিতে তেল বিক্রি না করতে চাওয়ায় পরে নগদ টাকায় তেল কিনে নিয়ে যায় তারা। এর মোধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রাহাত হাসানকে, হকিস্টিক দিয়ে এলো পাথাড়ি মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে তারা । এরপর স্থানিয়রা উদ্ধার করে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
বতর্মানে রাহাত হাসান যশোর জেনারেল হাসপাতালে চিকিসাধীন রয়েছে। এঘটনায় কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে ,আইনগত ব্যাবস্তা প্রক্রিয়ধীন।
রাতদিন সংবাদ/জয়-