যশোরে এক ব্যক্তিকে নাক-মুখ ফাটিয়ে হাতে তালাকনামা ধরিয়ে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও শ্যালকদের বিরুদ্ধে। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের ধর্মতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহত ইব্রাহিম চাঁচড়া গোলদারপাড়ার মুজিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে ধর্মতলা সড়কের পাশে ইব্রাহিমকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার নাক-মুখ ফাটা এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
উদ্ধারের সময় তার কাছ থেকে একটি তালাকনামা, একটি হোটেলের চাবির রিং, মানিব্যাগ, তসবি, চাবি, ঘুমের ওষুধ, দুটি ক্যামেরা এবং যৌন কাজে ব্যবহৃত সামগ্রীর খোসা পাওয়া যায়। তবে তিনি তখন কথা বলতে পারছিলেন না; ইশারার মাধ্যমে জানান যে, স্ত্রী ও শ্যালকেরা মিলে তাকে মারধর করে রাস্তায় ফেলে চলে গেছে।
স্থানীয়রা আরও জানান, তার কোনো স্বজন ঘটনাস্থলে পাওয়া যায়নি। বড় ভাইয়ের ফোন নম্বর পাওয়া গেলেও বহুবার কল করেও যোগাযোগ সম্ভব হয়নি। বর্তমানে ইব্রাহিম যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত ইব্রাহিমের নিকট আত্মীয় কিংবা ইব্রাহিমের তালাক দেয়া স্ত্রী ও শ্যালকদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বক্তব্য নেয়া সম্ভাব হয়নি।
সাকিব হাসান







