Saturday, December 6, 2025

পাইকগাছার সোলাদানায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে মাসব্যাপী টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এস. এম. এনামুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, মো. ইসরাফিল মোড়ল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর