Saturday, December 6, 2025

খাজুরায় সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় মামলা, ঘাতক চালক আটক

যশোরের খাজুরায় কাভার্ডভ্যানের চাপায় শাহিনুর রহমান ওরফে নুর ইসলাম নামে এক বাইসাইকেল চালক নিহতের ঘটনায় ঘাতক চালককে আটক করেছে ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা। শনিবার দুপুরে আটক করার পর রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। আটক বাবুল খান শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মৃত রশিদ খানের ছেলে। এদিকে, এ ঘটনায় নিহতের ছোট ভাই রামকৃষ্ণপুর গ্রামের মহিদুল ইসলাম বাদী হয়ে বাবুল খানের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন।

মামলায় তিনি উল্লেখ করেন, তার বড় ভাই দুপুর দেড়টার দিকে বাইসাইকেলযোগে খাজুরা বাজারে যাচ্ছিলেন। যাওয়ার পথে হাইস্কুলের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা ‘আফজাল পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস’-এর একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। কাভার্ডভ্যানের চাকায় তার ভাইয়ের মাথা পিষ্ট হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তাপস কুমার আঢ্য জানান, ঘটনার পরপরই ঘাতক চালক ও হেলপার পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে খাজুরা বাজার থেকে চালক বাবুল খানকে আটক করা হয়।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর