লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া শাখা পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তরিত ও উদ্ধোধন করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকাল ১১ টার দিকে শাখাটি লোহাগড়া বাজার গুড় পট্রি এলাকা থেকে লোহাগড়া বাজার আল-মদিনা মার্কেটের ২য় তলায় স্থানান্তরের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমের উদ্ধোধন করেন দি প্রিমিয়ার ব্যাংকের হেড অফ ব্রান্ড মার্কেটিং ইভিপি মোঃ তারেক উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর ডিএমডি ওয়ালিউল মোর্শেদ।
মোঃ আনিচুর রহমান কামালের সঞ্চালনায় বক্তব্য দেন দি প্রিমিয়ার ব্যাংক বরিশাল শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, খুলনা শাখার ব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান, দি প্রিমিয়ার ব্যাংক লোহাগড়া শাখা ব্যবস্থাপক মোঃ আবু নোমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, ইন্জিঃ বাপ্পী সহ প্রমুখ।
এছাড়াও ব্যাংকের গ্রাহকবৃন্দ, সাংবাদিক ও লোহাগড়া বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রিমিয়ার ব্যাংক দীর্ঘদিন ধরে মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। এ অঞ্চলের প্রিয় ব্যাংক হচ্ছে দি প্রিমিয়ার ব্যাংক। গ্রাহককে আরো উন্নতমানের সেবা দিতে আরো বড় পরিসরে দি প্রিমিয়ার ব্যাংক নতুন ভবনে এসেছে। সকলের সহযোগিতায় ব্যাংক আরো এগিয়ে যাবে।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন লোহাগড়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ।







