Friday, December 5, 2025

নড়াইলে মৎস্য ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যাচেষ্টা, শ্বাসরোধের অভিযোগ দম্পতির বিরুদ্ধে

নড়াইল সদর উপজেলার শেখাটি ইউনিয়নের আফরা গ্রামে মাছের ঘেরের এক পাহারাদারকে কুপিয়ে গুরুতর জখম করার পর শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর আফরা গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। আহত পাহারাদারের নাম সেকেন্দার মোল্লা (৪৫)। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সেকেন্দার মোল্লা তার কর্মস্থল মাছের ঘেরে যাচ্ছিলেন। পথে একই এলাকার আয়নাল মোল্লা এবং তার স্ত্রী বেবি বেগম ওঁৎ পেতে থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে শুরু করে। এরপর তারা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম সেকেন্দার মোল্লার গলায় গামছা ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

সেকেন্দার মোল্লা প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করলে নিকটবর্তী চারজন প্রত্যক্ষদর্শী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা সেকেন্দার মোল্লাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে এলাকাবাসী জানিয়েছেন, অভিযুক্ত দম্পতি ও সেকেন্দার মোল্লার মধ্যে পূর্ববর্তী একটি বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানিয়েছেন,ঘটনা শোনার পরে আমরা সদর হাসপাতালে যে রোগীর সাথে দেখা করি খোঁজখবর নেই এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। এব্যাপারে শেখহাটি ফাড়ির আইসি কে বলা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য।

এই নৃশংস হত্যাচেষ্টার ঘটনায় আফরা গ্রামসহ এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর