Saturday, December 6, 2025

যশোরে সাবেক স্ত্রীর প্রেমিককে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ

যশোরে সাবেক স্ত্রীর প্রেমিককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মুন্না নামের এক যুবকের বিরুদ্ধে। আহত সোহাগ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে যশোর শহরের বারান্দীপাড়া সর্দারপাড়ায় শনিবার বিকেলে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে অভিযুক্ত মুন্না এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ তদন্তে নেমেছে।

স্থানীয়রা জানান, বউবাজার এলাকার সালামের ছেলে মুন্নার সঙ্গে একই এলাকার খুকির বিয়ে হয়। বিয়ের পর থেকেই মুন্না যৌতুকের দাবিতে প্রতিনিয়ত মারধর ও নির্যাতন শুরু করে। এক পর্যায়ে খুকি মুন্নাকে তালাক দেন এবং বাবার বাড়িতে উঠে যান। এরপর খুকির সঙ্গে সোহাগের সখ্যতা গড়ে ওঠে।

যশোরের বারান্দীপাড়া সর্দারপাড়ার মোস্তফার ছেলে আহত সোহাগ হোসেন (২০) জানান, মুন্নার সঙ্গে খুকির ছাড়াছাড়ি হওয়ার পর থেকে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। পারিবারিকভাবে বিয়ের কথাবার্তাও চলছিল। কিন্তু এক পক্ষ বিষয়টি মেনে নিচ্ছিল না। অন্যদিকে, মুন্না তাকে বিভিন্ন সময় হুমকি দিত। তার জেরেই শনিবার বিকেলে বারান্দীপাড়া বউবাজার মাঠ এলাকায় তাকে পেয়ে মুন্না একের পর এক ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। আশপাশের লোকজন ছুটে আসলে মুন্না পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে খুকিও দেখতে গিয়েছিলেন বলে জানান তিনি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, স্থানীয় একটি সূত্র জানিয়েছে মুন্না মাদকসহ নানা অপকর্মে জড়িত। বারান্দীপাড়ার গাঁজাপট্টি ও খেজুরবাগানে তাদের আস্তানা রয়েছে। মুন্নার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। দুই দিন আগে তিনি জেল থেকে বের হয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর