Friday, December 5, 2025

নড়াইলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোল্লা খবির উদ্দিনের ইন্তেকাল

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোল্লা খবির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের মহিষখোলা এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

অ্যাডভোকেট মোল্লা খবির উদ্দিন ছিলেন নড়াইল জেলার কালিয়া উপজেলার গাছবাড়িয়া গ্রামের মরহুম আব্দুল মাজেদ মোল্লার পুত্র। তিনি জীবদ্দশায় নড়াইলের রাজনীতি ও আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ জোহর নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দুপুর ২টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। নড়াইল জেলা পুলিশের একটি চৌকস দল মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে।

এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদার পর তাকে নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর