লোহাগড়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে নড়াইলের লোহাগড়া পৌর শহরের সরদারপাড়া সার্বজনীন শ্রীশ্রী কালিমাতা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি ধানের শীষের পক্ষে ভোট চান। তিনি বর্তমানে নড়াইল-২ আসনের মনোনয়নপ্রত্যাশী।
সভায় ড. ফরিদুজ্জামান বলেন,
“আগামী কালীপূজাকে সামনে রেখে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা নিরাপত্তা বিঘ্নিত করার মতো কোনো অপচেষ্টা না করে—সে বিষয়ে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আপনাদের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন,
“আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। যদি আমি সংসদ সদস্য হওয়ার সুযোগ পাই, তাহলে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব এবং সরকারি সুযোগ-সুবিধা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেব।”
সভায় স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







