যশোরে দিনে-দুপুরে লোহার চ্যানেল চুরি করে ইজিবাইকে তুলে সটকে পড়ার সময় হাতে-নাতে চিহ্নিত এক চোরকে আটক করেছে স্থানীয়রা। এ ঘটনায় শুক্রবার রাতে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আটক সানোয়ার হোসেন বকচর এলাকার আশরাফ আলীর ছেলে।
মামলায় বকচর এলাকার হাজী কাউসার মার্কেটের আইনুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আইনুল উল্লেখ করেছেন, তার দোকানের সামনে লোহার সাতটি চ্যানেল ছিল। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সানোয়ার দুটি চ্যানেল একটি ইজিবাইকে তুলে নিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে, তিনি দুটি চ্যানেল চুরি করে পালানোর চেষ্টা করছিলেন। এরপর স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হামিদুর রহমান বলেন, সানোয়ারের বিরুদ্ধে হত্যা, মাদক, দ্রুত বিচারসহ বিভিন্ন ধারায় পাঁচটি মামলা রয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
রাতদিন সংবাদ







