Saturday, December 6, 2025

ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ রায়পাড়ার সোহেল আটক

যশোরে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রায়পাড়ার চিহ্নিত মাদককারবারি সোহেল মুন্সিকে আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। শুক্রবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। আটক সোহেল ওই এলাকার মৃত খালেকের ছেলে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, তাদের কাছে খবর আসে সোহেল নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে তার নেতৃত্বে একটি টিম সোহেলের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ দেখে সোহেল পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ তাকে ধাওয়া করলে মূল সড়কের ওপর পড়ে যায় সোহেল। পরে তার প্যান্টের ডান পকেট থেকে ৪২ পিস ইয়াবা এবং বাম পকেট থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করে শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর