যশোরের খাজুরা বাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১২টার পর। নিহত শাহিনুর ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের তাহের আলী মোল্লার ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খাজুরা বাজারে এম.এন. মিত্র হাই স্কুলের সামনে রাস্তার পাশে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন শাহিনুর। এমন সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-১৮-০১৬৪) তাকে ধাক্কা দেয়। এতে শাহিনুরের মাথায় মারাত্মক আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
রাতদিন সংবাদ







