Saturday, December 6, 2025

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে সাত লাখ টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাত লক্ষ পঁচিশ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, কালিয়ানী ও ঘোনা বিওপি’র বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় ওষুধ, শাড়ি ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ২৫ হাজার টাকা।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এসব মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর