Saturday, December 6, 2025

যশোরে সিআইডির উপর হামলার ঘটনায় তুষারের বাবাসহ দুইজন আটক

যশোরের রাজারহাটে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় প্রধান অখিযুক্ত তুষারের বাবাসহ আরও দুই আসামিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তারা হলেন, যশোর সদর উপজেলার কাজীপুর গ্রামের মৃত বাবু ড্রাইভারের ছেলে হোসেন ও ঘটনার প্রধান অভিযুক্ত তুষার সর্দারের বাবা রামনগর গ্রামের দেলোয়ার সর্দারের ছেলে মাসুদ সর্দার। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর বিকেলে সিআইডির একটি টিম মাদকবিরোধী অভিযানে রাজারহাটে যায়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী তুষার সরদারকে ২০ পিছ ইয়াবাসহ আটক করা হয়। পরে তুষারের অনুসারীরা এসে সিআইডি সদস্যদের ওপর হামলা চালায় এবং এক পর্যায়ে তুষারকে ছিনিয়ে নেয়। এতে সিআইডি সদস্যরা আহত হন। এ ঘটনায় সিআইডির পক্ষ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করা হয়। এ মামলাটির তদন্তের দায়িত্ব পায় কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, মামলার তদন্তে উঠে আসে এ ঘটনার সাথে আটক হোসেনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এমনকি সিসি ক্যামেরাও তা দেখা গেছে। ফলে হোসেনকে শুক্রবার ভোরে কাজীপুর থেকে তাকে আটক করা হয়। এ মামলায় আটক দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া মাদক উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা করা হয় তুষারের বিরুদ্ধে। ওই মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন জানান, ২০ পিছ ইয়াবাসহ আটক তুষার সর্দারকে ছাড়াতে এগিয়ে আসেন তার বাবা মাসুদ সর্দার। তিনি আশপাশের লোকজনকে বিভ্রান্তমুলক তথ্য দিয়ে মব সৃষ্টি করে সিআইডি পুলিশের হাত থেকে তুষারকে ছিনিয়ে নেয়। এছাড়া তদন্তে আরও উঠে আসে তুষার সরদার ও তার বাবা দুজনেই মাদক ব্যবসার সাথে জড়িত। ফলে সকাল ১০ টার তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, এ ঘটনায় এরআগে শাওন, ইব্রাহিম ও মাসুদকে আটক করা হয়। এছাড়া প্রধান আসামি তুষার সর্দার উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর