Friday, December 5, 2025

৪৪ কেজি হরিণের মাংসসহ যুবক ধরা

খুলনার কয়রা থানা পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটক সেলিম হাওলাদার ৬নং কয়রা এলাকার মৃত এইচ এম শওকত হোসেনের ছেলে।

শুক্রবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে তার বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করা হয়।

সূত্র জানায় , কয়রা উপজেলার ৬নং কয়রা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিম হাওলাদারের বাড়ির ফ্রিজে রাখা ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করেছে যৌথ বাহিনী।

কয়রা থানার এস আই তারিক মাহমুদ বলেন, নৌবাহিনী ও কয়রা থানা পুলিশের যৌথ অভিযানে কয়রা গ্রামের সেলিম হাওলাদারের বাড়ি থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে কয়রা থানায় মামলা হয়েছে।

রাতদিন-অনলাইন ডেস্ক-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর