Saturday, December 6, 2025

মা-মেয়েকে গলা কেটে হত্যা,ফেসবুকে ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে জুলেখা বেগম (৩৭) ও তার মেয়ে তানহা মীম (১৮)কে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মেয়ে তানহা রামগঞ্জ মডেল কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে মা-মেয়ের হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী।

এর আগে, রাত ৯টার দিকে রামগঞ্জ উপজেলার ইছাপুর ও চণ্ডিপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার খামারবাড়িতে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহতরা সোনাপুর বাজারের ব্যবসায়ী মিজান ক্রোকারিজের মালিক মিজানের স্ত্রী ও মেয়ে।

ওসি আব্দুল বারী বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

রাতদিন-অনলাইন ডেস্ক-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর