সাতক্ষীরা প্রতিনিধি: সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবার লক্ষ্যে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত বৈকারী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
ক্যাম্পে মোট ১৫১ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৫০ জন, মহিলা ৬৮ জন এবং শিশু ৩৩ জন।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমন কার্যক্রমের পাশাপাশি সীমান্তবর্তী জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।







