Saturday, December 6, 2025

ঘুষকাণ্ডে বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ও সহযোগীর বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ

বেনাপোল প্রতিনিধি:  ২ লাখ ৭৬ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সহকারী পরিচালক আল-আমীন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার যশোর শহরের নাজির শংকরপুর এলাকার শহীদুল ইসলামের মেয়ে এবং হাসিবুর রহমান বেনাপোলের নাজমুল হোসেনের ছেলে। মঙ্গলবার দুদক তাদের আটক দেখিয়ে আদালতে সোপর্দ করে। আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক সালেহুজ্জামান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার বিকেলে দুদক দল অভিযান চালিয়ে কাস্টমস হাউসের প্রধান ফটক থেকে হাসিবুর রহমানকে আটক করে। তার কাছ থেকে ২ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, টাকা রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের জন্য আনা হচ্ছিল। পরবর্তীতে শামীমাকেও আটক করা হয়।

অভিযানের সময় দুদক কর্মকর্তারা বাধার মুখে পড়েন। তাদের গাড়ি প্রায় ৩০ মিনিট আটকে রাখা হয় এবং স্থানীয়রা স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুদক কর্মকর্তাদের উদ্ধার করে।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার করা টাকা আদালতের অনুমতি সাপেক্ষে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর