Saturday, December 6, 2025

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ এনজিও সদস্য আটক

শার্শা উপজেলা প্রতিনিধি: বেনাপোল কাস্টম হাউজের ঘুষের টাকাসহ হাসিবুর রহমান নামে এক এনজিও সদস্যকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে অভিযানে কাস্টমস সুপারিনটেনডেন্ট শামীমা আক্তারের নাম উঠে আসলেও তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আটককৃত হাসিবুর রহমানকে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

দুদকের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দীন সাংবাদিকদের জানান, কাস্টমসের কিছু কর্মকর্তা এনজিও সদস্য হাসিবুর রহমানের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কাস্টমসের সামনের এলাকা থেকে টাকাসহ হাসিবুরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, টাকাগুলো বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর গ্রুপের সুপারিনটেনডেন্ট শামীমা আক্তারের।

এ তথ্যের ভিত্তিতে দুদক কর্মকর্তারা কাস্টম হাউজে গিয়ে শামীমা আক্তারকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি স্বীকার করেন, হাসিবুরকে টাকা আনার জন্য বলেছিলেন। দুদক কর্মকর্তা জানান, হাসিবুরকে হাতেনাতে টাকাসহ আটক করায় তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

তবে সাংবাদিকরা প্রশ্ন তুলেছেন—শামীমা আক্তারের সংশ্লিষ্টতা থাকা সত্ত্বেও কেন তাকে আটক করা হয়নি। এ সময় উত্তেজনার সৃষ্টি হয়। সাংবাদিকরা যখন দুদক কর্মকর্তাদের গাড়ি আটকে রাখেন, তখন দুদকের এক সদস্য এক সাংবাদিককে লাথি মেরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুদক কর্মকর্তাদের গাড়ি বের করে দেয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর