Saturday, December 6, 2025

নীলফামারীর কৈমারীর সন্তান মিজানুর রহমান এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের সন্তান মিজানুর রহমান (মীম মিজান) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে প্রভাষক পদে যোগদান করেছেন।
গতকাল ৫ অক্টোবর ২০২৫ তারিখে তিনি যোগদান করেন। কৈমারী আলিম মাদ্রাসা থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন শুরু করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠে শিক্ষকতার সুযোগ পেলেন। মিজানুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক সম্মান, এম.এ. ও এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি একই বিভাগে পিএইচ.ডি গবেষক।
ইরান সরকারের বৃত্তি পেয়ে তিনি ইমাম খোমেনি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, কাজভিন থেকে উচ্চতর ফারসি ভাষা কোর্স সম্পন্ন করেছেন। গবেষণা, সাহিত্য ও সংস্কৃতিচর্চায়ও তিনি সমান পারদর্শী। ইতোমধ্যে দেশ-বিদেশে তাঁর ২০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং কবি, কথাসাহিত্যিক, অনুবাদক ও সম্পাদক হিসেবে তিনি পরিচিত। তাঁর সম্পাদিত পত্রিকা ও প্রকাশিত গ্রন্থ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর