সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদসহ প্রায় ৯ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।
সোমবার (৬ অক্টোবর ২০২৫) গাজীপুর, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, পদ্মশাখরা, হিজলদী, কালিয়ানী ও সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ ও বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। এছাড়া অন্যান্য বিওপি এলাকায় চালানো অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ ও পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৮৫ হাজার টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। জব্দকৃত পণ্যসমূহ নিয়ম অনুযায়ী সাতক্ষীরা কাস্টমসে জমা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।







