৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আজ (৬ অক্টোবর) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। গতকাল বাংলাদেশ সময় রাতে ইংল্যান্ড থেকে রওনা হয়ে আজ সকাল ১১টার দিকে দেশে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার।
হামজাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি দ্রুত টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে রওনা দেন। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে আজ বিকেলেই অনুশীলনে নামার কথা রয়েছে তার।
মার্চ উইন্ডোতে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে খেলতে দেশে এসেছিলেন হামজা। সিলেট বিমানবন্দরে তার আগমন উপলক্ষে উপচে পড়া ভিড় জমেছিল, হবিগঞ্জের বাড়িতেও ছিল উৎসবের আমেজ। জুন উইন্ডোতেও তার উপস্থিতি ঘিরে ছিল ব্যাপক উন্মাদনা। মার্চ ও জুনে স্টেডিয়ামে বসে ছেলের খেলা দেখেছিলেন তার বাবা-মা।
তবে এবারের সফরে হামজা একাই এসেছেন। ৯ অক্টোবর ঢাকায় ম্যাচ খেলে পরদিনই হংকং যাওয়ার কথা রয়েছে তার। ১৪ অক্টোবর হংকংয়ে ম্যাচ শেষে সেখান থেকেই ইংল্যান্ডে ফেরার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী—ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। ৪ জুন ঢাকায় অনুষ্ঠিত ভুটান ম্যাচে একটি গোলও করেন তিনি। আগামী ৯ অক্টোবর হবে বাংলাদেশের হয়ে হামজার চতুর্থ ম্যাচ।
অনলাইন ডেস্ক/আর কে-০৪







