জুম্মান হোসেন: জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ–২০২৫ এর জেলা পর্যায়ের খেলায় মুখোমুখি হলো যশোর জেলা ও মাগুরা জেলা ফুটবল দল। রবিবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হলেও নির্ধারিত সময়ের শেষে গোলশূন্য ড্র ঘোষণা করা হয়।
ম্যাচে যশোর দল লাল জার্সিতে এবং মাগুরা দল সবুজ জার্সিতে মাঠে নামে। শুরু থেকেই মাগুরার খেলোয়াড়রা বলের দখলে আধিপত্য দেখালেও গোলের দেখা পাননি। অপরদিকে যশোরের ফরোয়ার্ডরা কয়েকটি সুযোগ সৃষ্টি করেও তা কাজে লাগাতে ব্যর্থ হন।
যশোর দলের গোলবার সামলান রিদয় হোসেন বাবু। মাগুরা দলের অধিনায়ক ও গোলরক্ষক বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে শক্তিশালী রক্ষণভাগ দর্শকদের মুগ্ধ করে। দুই দলের আক্রমণ–প্রতিআক্রমণে পুরো ম্যাচজুড়ে দর্শকরা ছিলেন দারুণ উত্তেজনায়।
খেলা পরিচালনা করেন রেফারি আবু সুফিয়ান। সহকারী রেফারি ছিলেন রফিক হাসান ও মুর্শিদ আলাহী। চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন রাহুল সরকার এবং ম্যাচ কমিশনার ছিলেন মো. রফিক উল ইসলাম।
খেলা শেষে অতিথিবৃন্দ মাগুরার সেরা খেলোয়াড় আলামিনসহ উভয় দলের অংশগ্রহণকারী ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেন। শত শত ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে স্টেডিয়ামজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।







