Saturday, December 6, 2025

যবিপ্রবিতে অভিজ্ঞতা জালিয়াতি করে অধ্যাপক হওয়ার অপচেষ্টা নস্যাৎ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-তে অভিজ্ঞতা জালিয়াতির মাধ্যমে অধ্যাপক পদে নিয়োগের চেষ্টা নস্যাৎ হয়েছে। অভিযুক্ত শিক্ষক ড. মো. মেহেদী হাসান, এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক।

তাঁর শিক্ষকতা অভিজ্ঞতা ছিল মাত্র ৭ বছর ২৮ দিন, যেখানে ন্যূনতম ১২ বছর আবশ্যক। তিনি বাংলাদেশ বেতারে কাজের অভিজ্ঞতাকে শিক্ষকতা হিসেবে দেখানোর চেষ্টা করেন।

প্রথমে নির্বাচনী বোর্ডে তাঁকে সুপারিশ করা হলেও বিষয়টি প্রকাশ পেলে ক্ষোভ সৃষ্টি হয়। পরবর্তীতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বিষয়টি নাকচ করেন এবং নিয়োগ বাতিল করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পদটি শূন্য ঘোষণা করে। শিক্ষক-শিক্ষার্থীরা অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর