Saturday, December 6, 2025

ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের বিরুদ্ধে যশোরে প্রতারণার মামলা

প্রতারণার অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে যশোরে একটি মামলা  হয়েছে। রোববার যশোর শহরের খড়কি ফারুক সড়কের বাসিন্দা মাহমুদা খাতুন বাদী হয়ে এ মামলা করেন। মামলাটি আমলে নিয়ে বিচারক তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জকে (ওসি)।

মামলার আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে, ঢাকার কাফরুল থানার পূর্ব কাজীপাড়া এলাকার বাসিন্দা ও ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২১ সালের জানুয়ারিতে ইভ্যালি বিভিন্ন পণ্য বিক্রির জন্য অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে একই বছরের ২০ মার্চ বাদীর ছেলে এস. আকরাম দুটি মোটরসাইকেল (একটি পালসার ও একটি অ্যাপাচি) কেনার জন্য ইভ্যালির কাছে ২ লাখ ১২ হাজার ১৮০ টাকা পরিশোধ করেন। পরে ১০ এপ্রিল আরও একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেল ক্রয়ের জন্য তিনি অতিরিক্ত ২ লাখ ৯৫ হাজার টাকা দেন। ওই সময় মোটরসাইকেলগুলো ৪০ দিনের মধ্যে সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা দেওয়া হয়নি। এ অবস্থায় বাদী ও তার ছেলে ঢাকায় ইভ্যালির অফিসে গেলে আসামিরা মোটরসাইকেল দিতে পারবেন না জানিয়ে টাকা ফেরতের আশ্বাস দেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত দেওয়া হয়নি। সর্বশেষ চলতি বছরের ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে অনলাইনের মাধ্যমে আসামিদের কাছে টাকা ফেরত চাইলে তারা অস্বীকার করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর