কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য ছিল — “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন উর-রশিদ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হান্নান, হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, কেশবপুর বাহারুল উমুল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নুরুল ইসলাম প্রমুখ।
এছাড়া আরও বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিকা জামান প্রাপ্তি।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম ও হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের সহকারী অধ্যাপক সেলিম রেজা।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় অডিটোরিয়ামে এসে শেষ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া আক্তার, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, বিদ্যালয়ের প্রদর্শক মাহাবুবুর রহমান টুলু, শিক্ষক মতিয়ার রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।







