যশোরে মাদক ব্যবসা বন্ধ করতে বলায় কবির নামে এক যুবককে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে বারান্দিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের গলিতে এ ঘটনা ঘটে। আহত কবির পৌরসভার বারান্দিপাড়া মোল্লাপাড়ার আবু তালেবের ছেলে।
আহত কবির জানান, তিনি স্থানীয়ভাবে ইয়াবা বেচাকেনা বন্ধের আহ্বান জানিয়ে আসছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে বড় ফয়সাল (পিতা অজ্ঞাত) শনিবার বিকেলে বারান্দিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের গলিতে একা পেয়ে কবিরের ওপর হামলা চালায়। ফয়সালসহ আরও কয়েকজন মিলে কবিরকে ছুরিকাঘাত করে।
এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কবিরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।
রাতদিন সংবাদ/আর কে-০২







