Friday, December 5, 2025

চুয়াডাঙ্গার বিএনপি নেতা শিপলুর অকাল মৃত্যু, অমিতের শোক

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক জেলা ছাত্রদল সভাপতি মির্জা ফরিদুল ইসলাম শিপলু ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাঁর অকাল মৃত্যুতে চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার চিকিৎসার উদ্দেশ্যে তিনি ঢাকা গিয়েছিলেন। চিকিৎসা শেষে তিনি ধানমণ্ডিতে ছোট ভাইয়ের বাসায় একাই অবস্থান করছিলেন। রোববার (৫ অক্টোবর) সকালে তিনি কারো ফোন রিসিভ না করায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে দুপুর ১২টার দিকে তাঁর ছোট ভাই রাতুল বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। তাঁর রাজনৈতিক সহকর্মী ও জাসস নেতা সেলিম জানান, পারিবারিক আলোচনার মাধ্যমে মরহুমের দাফন ও জানাজার স্থান ও সময় পরে জানানো হবে।

মির্জা ফরিদুল ইসলাম শিপলুর অকাল মৃত্যুতে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দলের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের আবহ বিরাজ করছে। তার অকাল মৃত্যুতে শোর প্রকাশ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি শিপুলর রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর