সাতক্ষীরা প্রতিনিধি: ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন স্বাস্থ্য সহকারীরা। এ কর্মসূচির অংশ হিসেবে তারা আসন্ন টিসিভি টিকা ক্যাম্পেইনসহ সব ধরনের কার্যক্রম বর্জন করছেন।
শনিবার (৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্যরা এ কর্মবিরতিতে অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মোশারফ হোসেন। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর শহিদ, স্বাস্থ্য সহকারী শারমিন নাহার, এস. এম. নূর ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহিদ এবং স্বাস্থ্য সহকারী রনজিত কুমার ঘোষসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করলেও এখনো কোনো সুনির্দিষ্ট সমাধান মেলেনি। তাই তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।







