যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের অফিস সহকারী বিল্লাল হোসেন আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। শনিবার রাত ৩টার দিকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর ২টায় তাঁর নিজ বাড়ি যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেঁকুটিয়া গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
এদিকে, তার অকাল মৃত্যুতে নিজ গ্রাম ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিল্লাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জানাজায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা প্রফেসর ড. এইচ. এম. জাকির হোসেন, ড. মোঃ আমজাদ হোসেন, ড. শিমুল, কর্মচারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক রাশেদ খান প্রমুখ।
রাতদিন সংবাদ







