Friday, December 5, 2025

পুলিশ প্লাজার ব্যবসায়ী হান্নানের বাবার মৃত্যুতে শোক

যশোর শহরের গাড়িখানা রোডের পুলিশ প্লাজার ব্যবসায়ী রাফিয়া গার্মেন্টসের মালিক হান্নান শেখের (ছোট হান্নান) বাবা ওহাব শেখ মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নানা রোগে ভুগে তিনি শুক্রবার রাত নয়টার দিকে নিজ বাড়ি ফরিদপুর সদর উপজেলার ট্যাপাখোলা ধলার মোড়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।

ওহাব শেখ যশোরের পুলিশ প্লাজায় দোকানদারি করতেন। তিনি ছিলেন সবার কাছে পরিচিত মুখ।

এদিকে, হান্নান শেখের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে পুলিশ প্লাজা কর্তৃপক্ষ। একই সঙ্গে তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন। এছাড়া ব্যবসায়ী ওহাব শেখের মৃত্যুতে এদিন এক ঘণ্টা দোকান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। অর্থাৎ শনিবার পুলিশ প্লাজা বেলা ১১টা থেকে খোলা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর