Friday, December 5, 2025

বসুন্দিয়া মোড়ে প্রতিবেশীর খোঁড়া গর্তে ভেঙ্গে পড়লো পাল স্টোরের দ্বিতল ভবন

যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় বাজারের সর্ববৃহৎ দ্বিতল ভবন বিশিষ্ট মুদি দোকান ‘পাল স্টোর’ শনিবার দুপুরে পাশের নির্মাণাধীন ভবনের প্রায় ১৫ ফুট  খুঁড়ে রাখা গভীরতায় উত্তর পাশের দেওয়াল ধ্বসে এই দুর্ঘটনা ঘটে।

একই সাথে দোকানের পূর্ব ও পশ্চিম পাশের দেয়াল এবং দুই তলার ছাদসহ দোকান ভবনটি একেবারেই ভেঙে পড়ে যায়। এ দুর্ঘটনায় ভবন ও গুরুত্বপূর্ণ মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান পাল স্টোরের স্বত্বাধিকারী পরেশ কুমার পাল। এই ঘটনায় পাল স্টোরের পক্ষ থেকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করলে দুপুর আড়াইটার দিকে যশোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মানিকুজ্জামান জানান ক্ষতিগ্রস্ত দোকানের সাথেই এভাবে ১৫ ফুট গভীর করে খুড়ে রাখায় এই দুর্ঘটনা ঘটেছে। নতুন ভবন নির্মাণে বসুন্দিয়ার জয়ন্তা গ্রামের মনসুর মোল্লার ছেলে সাঈদ মোল্লা, নিয়ম না মেনে বা পাশের দোকানের সুরক্ষার জন্য কোন ব্যবস্থা না করে গভীরভাবে মাটি খোঁড়া ঠিক হয়নি। বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী বিশ্বাসসহ বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে দীর্ঘ সময় অবস্থান করে মালামাল উদ্ধার তৎপরতায় সহযোগিতা করেন। সহযোগিতা করেন বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফজলুল হক সহ অন্যান্য পুলিশ সদস্যরা। এই ঘটনায় বসুন্দিয়া মোড় বাজারের সকল ব্যবসায়ীরা উদ্বেগ ও হতাশা প্রকাশ করেন। পাল স্টোর এর পক্ষ থেকে বলা হয় ৭৫ ফুট দৈর্ঘ্য এবং ১৬ ফুট প্রস্ত দ্বিতল ভবনের এই দোকানটিতে প্রায় দুই কোটি টাকার মালামাল রয়েছে। তার মধ্যে বড় একটি অংশের মালামাল আজ নষ্ট হয়ে গেছে।

রাতদিন সংবাদ,জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর