Friday, December 5, 2025

যশোরে হাসপাতাল থেকে প্রতারক আটক

প্রতারণার মাধ্যমে এক দিনমজুরের কাছ থেকে টাকা হাতিয়ে পালানোর সময় এক প্রতারককে আটক করেছে যশোর জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা। আটক প্রতারক মোতালেব মণিরামপুর উপজেলার ইত্যা গ্রামের মুজাম আলীর ছেলে। বর্তমানে তিনি চোরমারা দীঘিরপাড় এলাকায় বসবাস করেন।

যশোর জেনারেল হাসপাতালে কর্মরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, সাতক্ষীরা জেলার তালা উপজেলার রায়পুর গ্রামের শরিফুল নড়াইলে দিনমজুরের কাজ করেন। সকালে নড়াইল থেকে মনিহার এলাকায় বাস থেকে নামতেই মোতালেবের খপ্পরে পড়েন তিনি। তার কাছ থেকে সাড়ে সাত হাজার টাকাও হাতিয়ে নেন মোতালেব। এক পর্যায়ে পালানোর চেষ্টা করে যশোর জেনারেল হাসপাতাল চত্বরে আশ্রয় নেন তিনি। পরে শরিফুল বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মোতালেবকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেন। এছাড়া এর আগেও তিনি একাধিকবার নানা কৌশলে প্রতারণা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন মোতালেব।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর