Saturday, December 6, 2025

যশোরে যুবককে প্রেমের ফাঁদে ফেলে ব্লাক মেইল, পুলিশের অভিযানে রামদা উদ্ধার

যশোরে যুবককে প্রেমের ফাঁদে ফেলে ও ভিডিও’কলে কথা কলে ব্ল্যাকমেইল করেছে একটি হ্যানিট্রাম্প চক্র। শুধুই তাই না, তাকে নগ্ন করে ভিডিও ধারণ এবং মারপিক করে চাঁদাদাবিও করা হয়েছে। গত বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে শহরের ষষ্ঠীতলার পিটিআই রোড মোড় এলাকায়। বৃহস্পতিবার বিকেল এ ঘটনায় ভিকটিম যশোর সদর উপজেলার বারীনগর এলাকার বাসিন্দা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ তাৎক্ষণিক ওই বাড়িতে অভিযান চালিয়ে দুইটি রামদা উদ্ধার করেছে। তবে, কাউকেই আটক করতে পারেনি।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফেসবুকের মাধ্যমে মিম নামে এক তরুণীর সাথে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা ভিডিও’কলে কথা বলা শুরু করেন। এক পর্যায়ে ভিডিও কলে তারা অনৈতিক কর্মকাণ্ড করেন। পরে মিম তাকে বলেন, যশোর জিলা স্কুলের অনেক ছাত্র এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড করে তার সাথে। এ ধরনের বেশ কয়েকজন ছাত্রের অশ্লীল ছবি দেখান মিম। এরপর মিম তাকে ছবি দেখানো ছাত্রদের কাছ থেকে টাকা এনে দিতে বলেন ওই ভিকটিমকে। তিনি ফেসবুকের মাধ্যমে ওই ছাত্রদের কাছে টাকা চাইলে তারা দিতে অস্বীকার করেন। বিষয়টি মিমকে জানালে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। সেই সাথে ভিকটিমের নগ্ন ছবির স্কিনশর্ট মিম কয়েকজনের কাছে পাঠিয়ে দেন। তাদের মধ্যে একজন ষষ্ঠীতলা এলাকার তাসিন মাহমুদ জিসান। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী গত ৩০ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে জিসানের বাড়িতে যান। তাসিম মাহমুদ জিসান তাকে অশ্লীল ছবি ডিলিট করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু সেখানে যাওয়ার পর তাসিন মাহমুদ জিসানসহ আরো কয়েকজন সহযোগী তাকে ফের নগ্ন করে মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও ধারন করেন ও মারধর করে ৫০ হাজার টাকা চাঁদাদাবি করেন। এক পর্যায়ে ভুক্তভোগী তাদেরকে ১৫ হাজার টাকা দেন। এছাড়া ওই চক্রের সদস্যরা তার দামি মোবাইল ফোনসেট কেড়ে নেন। পরের দিন পহেলা অক্টোবর বিকেলে বাকী ৩৫ হাজার টাকা এনে দেওয়ার কথা বলে কৌশলে সেখান থেকে পালিয়ে যান তিনি এবং বিষয়টি কোতোয়ালি থানায় জানায়। অভিযোগ পেয়ে ওইদিন পহেলা অক্টোবর গভীর রাতে তাসিন মাহমুদ জিসানের ষষ্ঠীতলার বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এ বিষয়ে কোতয়ালি থানা পুলিশের এসআই আল আমিন হোসেন জানান, অভিযান চালালেও অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। তবে ওই বাড়ি থেকে ২টি রামদা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর