১৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচন। ইতিমধ্যে প্রার্থীরা জানাচ্ছেন তাদের নির্বাচনী বার্তা। ঘুরছেন দ্বারে দ্বারে। এদিকে শুক্রবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। বেলা ১১টায় নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে ৬৫ জন ভোটারের নাম। ৪ অক্টোবর খসড়া তালিকার ওপর আপত্তি দাখিল ও শুনানি শেষে ৫ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল।
৬ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি হবে। ৭ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল ও বাছাই এবং ৮ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। ৯ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব যশোরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরে দুই বছরের জন্য বিজয়ীদের হাতে নেতৃত্ব তুলে দেবে বর্তমান কমিটি।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন ও কাজী আশরাফুল আজাদকে সঙ্গে নিয়ে নির্বাচন সুষ্ঠু করতে দিনরাত কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল।
রাতদিন সংবাদ







