প্রেসক্লাব বসুন্দিয়ার দ্বিবার্ষিক নির্বাচনে আবু তাহের সভাপতি ও আবু বকর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার প্রেসক্লাব বসুন্দিয়ার অফিস কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে ৯টি পদে ভোট গ্রহণ করা হয়।নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি: শেখ আব্দুল জব্বার, সহসভাপতি শেখ গফ্ফার রহমান, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক উসমান গনি, দপ্তর সম্পাদক অমল কৃষ্ণ পালিত, প্রচার সম্পাদক ইমদাদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রায়হান পারভেজ , আইন বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় হুমায়ূন কবির কোষাধ্যক্ষ নির্বাচিত হন। তিনজনকে নির্বাহী সদস্য করে আগামী দুই বছরের জন্য প্রেসক্লাব বসুন্দিয়ার নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।







