যশোরে সাত সকালে দুই ভাইকে ছুরিকাঘাত করে জখম করেছে প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৮টার দিকে কোতয়ালী উপজেলার রায়মারী কচুয়া গ্রামে। আহতরা হলেন, ওই গ্রামের আব্দুল হালিম ও তার ভাই মোশারফ । বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
আহতদের পরিবারের সদস্যরা জানান, সকালে তারা গাছ লাগাচ্ছিলেন। এসময় একই গ্রামের রাজ্জাক, রুমান, রাকিব ও সালমান এসে তুচ্ছ বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে প্রথমে কিল-ঘুষি মারে এবং পরে ধারালো ছুরি দিয়ে আব্দুল হালিম ও মোশারফকে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
রাতদিন সংবাদ







