যশোরের শংকরপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শিরিনা খাতুনকে আটক করেছে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে মাদকের ১১টি মামলা রয়েছে। বুধবার রাত আটটার দিকে শহরের স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। শিরিনা শংকরপুর এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।
কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানান, রাতে ডিউটিরত অবস্থায় তাদের কাছে খবর আসে যে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেলস্টেশন এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর সহায়তা নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, আল আমিন হোটেলের সামনে তিনি গাঁজা বিক্রি করছেন। পুলিশ দেখে তিনি পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির ১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
রাতদিন সংবাদ







