চার বছর পর আবারও মাঠে গড়াল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আসর। ৩০ সেপ্টেম্বর আইসিসির এই মেগা টুর্নামেন্টের পর্দা উঠলেও আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, পাকিস্তানের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। কোয়ালিফায়ার ও দ্বিপাক্ষিক সিরিজেও মুখোমুখি হয়েছি। ওদের সম্পর্কে যেমন আমাদের ধারণা আছে, আমাদের সম্পর্কেও ওরা জানে। তাই প্রতিযোগিতা ভালো হবে।
জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ বলে জানান জ্যোতি, আমাদের দলে ম্যাচ জেতানোর মতো সামর্থ্য আছে। তবে সেই বিশ্বাসটাই গড়ে তুলতে হয়েছে। গত এক বছরে আমরা মানসিক ও শারীরিকভাবে কঠোর পরিশ্রম করেছি। এবার জয়ের জন্য রান তুলতেই হবে।
বাংলাদেশ নারী দলের চিরচেনা দুর্বলতা ব্যাটিংয়ে। অধিনায়ক জানান, বোলিং সবসময় ভালো ছিল, ফিল্ডিংও উন্নত হয়েছে। তবে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা পারফর্ম করতে পারিনি। এবার সবার সঙ্গে আলোচনা করে ব্যাটিং উন্নত করার দিকে মনোযোগ দিয়েছি।
সর্বশেষ ২০২২ সালের আসরে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়ে বাংলাদেশ ৭ ম্যাচে কেবল এক জয় পেয়েছিল। তখন পাকিস্তানের মেয়েরা ছিল তাদের নিচে। তবে এবারের লক্ষ্য অনেক বড়। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ১ রানে হারিয়ে বাড়তি আত্মবিশ্বাসও পেয়েছে টাইগ্রেসরা।
অলরাউন্ডার রাবেয়া খান বলেন, লাস্ট ম্যাচে যেভাবে জিততে পেরেছি, সেটা আমাদের জন্য আত্মবিশ্বাসের। সবাই সবার দায়িত্ব ভালোভাবে পালন করছে। এখানে আসার পর আবহাওয়াসহ সবকিছুই আমাদের অনুকূলে। আশা করি কালকের ম্যাচটা উপভোগ করতে পারব ইনশাআল্লাহ।
অনলাইন ডেস্ক/আর কে-০৪







