Saturday, December 6, 2025

যশোরে পূজা মণ্ডপে স্বরাষ্ট্র সচিব! নাসিমুল গনির মুখে কঠোর সতর্কবার্তা

শারদীয় দুর্গাপূজার মহা নবমী উপলক্ষে বুধবার (১ অক্টোবর) যশোর জেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি। এ সময় তিনি শুধু পূজা উদযাপনকারীদের শুভেচ্ছা জানাননি, দিয়েছেন গুরুত্বপূর্ণ বার্তাও।

তিনি বলেন—“দুর্গা উৎসব আমাদের দেশের অন্যতম বৃহৎ সার্বজনীন উৎসব। এখানে ধর্ম-বর্ণের ভেদাভেদ নেই। তবে কিছু মানুষ আছে, যারা সমাজে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আমাদের সতর্ক থাকতে হবে, যাতে তাদের অপচেষ্টা ব্যর্থ হয়।”

এদিন সচিব নাসিমুল গনি রামকৃষ্ণ আশ্রম মিশন, কেশবপুরের হরিতলা সম্প্রীতি মন্দির, ত্রিপল্লী সার্বজনীন দুর্গামণ্ডপ, শ্রীগঞ্জ কালিতলা ও চৌগাছার কংশারীপুর বিশ্বাস বাড়ি সার্বজনীন দূর্গামণ্ডপসহ একাধিক মণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদ্য প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাসপাতালের হাতকড়াসংক্রান্ত ভাইরাল ছবিকে “ভুয়া” বলে দাবি করেন। একইসঙ্গে চলমান খাগড়াছড়ির ঘটনায় তদন্ত চলছে বলেও জানান।

তার সফরে খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর