Friday, December 5, 2025

নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: উৎসবমুখর দুর্গাপূজা

হিন্দু অধ্যুষিত নড়াইলে এ বছর ৫২৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। জেলার মহিষখোলা এলাকায় মসজিদ ও মন্দির পাশাপাশি থেকে প্রায় ৪৫ বছর ধরে সম্প্রীতির অনন্য নজির গড়ে তুলেছে। নামাজের সময় মন্দিরে আচার-অনুষ্ঠান বিরতি দেওয়া হয়, আবার মসজিদে নিয়মিত আজান ও নামাজ আদায়ও অব্যাহত থাকে। একই আঙিনায় দুই ধর্মের মানুষ বহু বছর ধরে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।

সরেজমিনে দেখা যায়, চিত্রা নদীর একই ঘাট থেকে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করছেন। শুধু মহিষখোলা নয়, নড়াইল শহর ও জেলার বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি স্থানে মসজিদের গা ঘেঁষেই মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তবুও কখনো কোনো ধরনের বিদ্বেষ বা সংঘাতের ঘটনা ঘটেনি।

মহিষখোলা সার্বজনীন মন্দিরের সভাপতি নিপ্রেন্দ্রনাথ মজুমদার বলেন, ১৯৮১ সাল থেকে আমরা মসজিদের পাশেই পূজা করে আসছি। নামাজের সময় পূজা বিরতি দিই। দীর্ঘ ৪৫ বছরে কখনো কোনো সমস্যা হয়নি।” একই কথা জানান পাশের মসজিদের ইমাম হাফেজ এনামুল হকও।

এ বিষয়ে পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কুন্ডু বলেন, নড়াইল সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। রাজনৈতিক দলগুলোর নেতারাও দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সহযোগিতা করছে।

এদিকে পুলিশ সুপার রবিউল ইসলাম জানিয়েছেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন, রাজনৈতিক নেতা এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়রা বলছেন, নড়াইল এখন সারা দেশের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ, যেখানে হিন্দু-মুসলমান পরস্পরের ধর্মীয় অনুষ্ঠানকে শ্রদ্ধা ও সহযোগিতা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

নড়াইল প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর