Saturday, December 6, 2025

বাংলাদেশ-ভারত দুই দেশের সমন্বয়ে শূন্যরেখায় লাশ দেখার সুযোগ পেলেন স্বজনরা

শার্শা (যশোর) প্রতিনিধিঃ বাংলাদেশ-ভারত সীমান্তে ঘটলো এক হৃদয়স্পর্শী দৃশ্য। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর যৌথ উদ্যোগে বাংলাদেশের স্বজনদের সুযোগ দেওয়া হলো ভারতে মারা যাওয়া এক আত্মীয়ের লাশ দেখার।

বুধবার (১ অক্টোবর) দুপুর আড়াইটায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এবং ভারতের ৬৭ বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ধান্যখোলা সীমান্তের মেইন পিলার-২৫/৬-এস সংলগ্ন শূন্যরেখায় আয়োজন করা হয় এ ব্যবস্থা।

ভারতের উত্তর ২৪ পরগনার বাগদা থানার বাশঘাটা গ্রামের বাসিন্দা ও সাবেক অঞ্চল প্রধান জব্বার মন্ডল (৭৫) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মারা যান। মৃত্যুর পর বাংলাদেশে থাকা তাঁর আত্মীয়রা শেষবারের মতো মুখ দেখার আকুল আবেদন জানান।

বিএসএফ বিষয়টি গুরুত্ব দিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করলে দুই বাহিনীর সমন্বয়ে পতাকা বৈঠকের আয়োজন হয়। পরে শূন্যরেখায় মরদেহ নিয়ে এলে বাংলাদেশি স্বজনরা শেষবারের মতো দেখার সুযোগ পান। এ সময় সীমান্ত এলাকা জুড়ে কান্নার আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন ধান্যখোলা কোম্পানি কমান্ডার সুবেদার মো. সেলিম মিয়া ও আরও পাঁচজন সদস্য। অপরদিকে বিএসএফের পক্ষে ছিলেন এ.সি. সঞ্জয় কুমার রায়, কোম্পানি কমান্ডার (সি কোম্পানি, মোস্তফাপুর, ৬৭ বিএসএফ ব্যাটালিয়ন) ও তাঁর পাঁচ সহকর্মী।

বিজিবি সূত্র জানায়, মানবিক দৃষ্টিকোণ থেকেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তে দায়িত্ব শুধু নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয়, মানবিক প্রয়োজনে বিজিবি-বিএসএফ সবসময় সমন্বিতভাবে কাজ করে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর