Friday, December 5, 2025

খুলনায় ঘুমের মধ্যে জানালা দিয়ে গুলি! তরুণের মর্মান্তিক মৃত্যু

খুলনায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার পর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার মসজিদসংলগ্ন একটি বাড়িতে জানালা দিয়ে গুলি চালিয়ে তানভীর হাসান শুভ (২৮) নামের এক তরুণকে হত্যা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তানভীর তাঁর মা ও ছোট ভাইয়ের সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাড়ির জানালার থাই গ্লাস সরিয়ে ভেতরে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও বুধবার সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত তানভীর আবুল বাশারের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, জানালা ভেঙে তিন রাউন্ড গুলি চালানো হয়। গুলি তাঁর মাথা ও হাতে লাগে। তিনি সাম্প্রতিক সময়ে কোনো চাকরির সঙ্গে যুক্ত ছিলেন না; বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। এর আগে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন। তাঁর কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পুলিশ এখনো পায়নি।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে। এখন পর্যন্ত ঘটনার পেছনে কারা জড়িত বা কী উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর